(১)
Friday, January 15, 2016
চুঁইয়ে পড়ার কথাকল্প
(১)
সাদা
বকের পালক দিয়ে যে শিহরণ
অনাবৃত
পিঠে প্রেম লিখছে
সেখানেই
নিঃশ্বাস নিতে চাই একবার,
আমি-তুমি-নিংড়ানো
মদিরা রস
মুড়িয়ে
দিয়ে যাক সমস্ত রক্তের কিনারাগুলো—
আর
সাগর স্পর্শ করুক আমাদের চেতনা।
(২)
এই
মায়াবী জ্যোৎস্নার জলাভূমি ধরে
আধভিজে
পথ হাঁটি কতদূর,
সেই
আদিকাল থেকে এখানে যশ আছে-লিপ্সা আছে,
আছে
এক বিশাল হানাহানির দেশ—
শান্তি
নাই-প্রেম নাই,
নাই
সামান্য একটুও আলোর রেশ।
(৩)
অথচ
এভাবেও ঝরে যায়না একেকটা জীবন,
যখন
কৃত্রিম আলোর স্বাদ নিই
রাজস্থানের
প্রকাণ্ড দুর্গচূড়া থেকে,
অনাবিল
তৃপ্তির মদিরতা মেখে
কালো
আকাশময় আলোর রোশনাই ছড়িয়ে গেলে
মনে
হয় এটুকুই জীবন—এটুকুই প্রাপ্তি।
(৪)
জীবন—জীবন রয়েছে সমুদ্রের গভীরেও
অতল
আকাশের ছায়া পড়ে যেখানে,
জলজ
অর্কিড-পরজীবী-অক্টোপাসের
শরীর
জুড়ে লেপটে থাকা আবেশের দাগ
তুলে
রাখি একটা একটা করে,
তোমায়
উপহার দোবো—মৃত্যুরও পরে।
(৫)
কুয়াশা
দিয়ে মুছে দাও সমস্ত দৃশ্যমালা,
আদমের
সময় থেকে সোনালী কিরণ বুলিয়ে
যে
রাজহাঁসের দল জীবন উড়িয়ে চলেছে দুর্নিবার,
তোমার
অফুরান গল্পদের কাছে প্রশ্ন ছিল:
এরাও
কি সন্ন্যাস নেবে—ফকির হবে একদিন,
এই
সংসার থেকে—ভালোবাসা থেকে!
(৬)
প্রতিটা
রক্তে রক্তে—শিরায় শিরায়
মিশে
থাকা আরবি গঁদের তীব্র গন্ধ,
আমরা
যত দূরে সরে যেতে চাই
ততই
কাছে আসি আরও,
আর
কাছে যেতে চাইলে কেমন যেন
শত
যোজন আলোকবর্ষ উঠে দাঁড়ায়।
(৭)
হাজারো
বেবাক রাতের শেষে
আরও
কিছু খেয়াশী ভোরমাখা আড়িমুড়ি,
আমি
সৌন্দর্যের অস্ত্রে মারা যেতে চাই,
ঘৃণার
আঁকিবুঁকি—অবিশ্বাসের মায়াজাল যেন
আমার
শবদেহ না ছুঁতে পারে—
বয়ে
যাওয়া নয়—শুধু একটু চুইয়ে পড়া।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment