Friday, January 15, 2016
আধুলি
একটা চকচকে নোটকে ব্লেড করব ভাবছি
কন্ঠনল কেটে নেবো গোলাপ
অথবা শৈশবের রাস্তা
একটা চকচকে নোট ভেঙে দুটো আধুলি
ঝুলিয়ে দেবো জটিল কানে
অনেক গলির মোড় যেখানে, একদিকে
স্তব্ধতার দোকান
খাবার নয় মোড়কের ফুলই যখন আসল
খাদ্য হয়ে যাওয়া
ঘুমের সরু গলির পাশে টায়ারের মালা পড়ে
ভাই পাতানো আধুলির সেই যোগ্যতাহীন
দিনগুলো
আমার রাতের নিচে এখন
কতো উচু
বালিশ
Subscribe to:
Post Comments (Atom)
চালিয়ে খেল,
ReplyDelete