• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, January 15, 2016

অনির্বাণ ভট্টাচার্য

শীত 

খনির সোনালী আলোর পাশে
কালো রঙের ছায়া জারে
কেঁপে কেঁপে ওঠে চাষনালার মানুষী

দেয়ালে প্রনামীর লালা, ঠাণ্ডা মাকড়সার
বিছানায়, পরস্পর পা ছুঁয়ে, ভুল বোঝে
আনত বিগ্রহ

রোয়াকের নিভৃত গর্ভে
লুব্ধকের অনিশ্চিৎ নড়াচড়া মরে গিয়েও
নাকি আলো জ্বালে অন্যান্য তারারা

নিজের চোখের মণি আঁকতে ভুল হয়
পটুয়ার ঘুমের ভেতর গ্রামে ফেরে
ছেঁড়া কাঁথা, অনন্ত সৎকারগাথা

শীত সেভাবে এলো না বলে
এসব যে হয় নি
তা তো না ......


সরীসৃপ 

ভয় হয়, তবু জানি সময়ের নির্মাণে
খসে গেলেও ঠিকই জুটে যাবে
পিছুটান, ইতস্তত

এত ভুলচুক, এত কথা ছোঁড়ার নিবিড় শাব্দিক
তবু তো হাঁটছি উলম্ব গেরস্থালি, অনায়াস

বেগতিকে সটান মাটিতে, বান্ধবী একাকী কাঁদে
বলে ভালো নেই

আসবাবে বিস্ময়ে লুকাই, বাজারে বরফের মাছ,
নিভৃতে প্রতীক্ষিত মার্জার

ঠকে গেছ, বলে হরদম বেফাঁস নিঃশ্বাস
আমি দেয়ালঘড়ির মতো সায় দিই নিরাপদ উঁচুতে

তারপর প্রকৃত আলো না পেয়ে
ওপাশ ফিরে শুয়ে থাকো তুমি
আর আমি, গিলে নিই, তোমায়, সন্তর্পণে


উৎসব শেষ হলে 

উৎসব শেষ হলে বারান্দা দিয়ে হেঁটে যায় কেউ
কাঠামোর প্রতীক্ষার ওপর বসে
মায়াবী বেড়াল ব্যক্তিগত ডাহুকের খোঁজে
অনিমিখ উপরে তাকায় ...

গল্পচ্ছলে বয়সী অনূঢ়া অপাঙ্গে দেখে
এয়োতির মণিবন্ধের দিকে
আলনা, পঞ্জিকা, স্তনাবরণ কাষ্ঠল দোলে
উৎসব শেষ হলে ...

পুরাতন কফে জমে জায়সুদী ঘ্রাণ - উৎসব শেষ হলে
ট্রাফিকে, ঘড়ঘড়ে গলায়
দুর্গা জেগে ওঠে
কাঁটা ধান রেখে আসে কৃষকের ঘরে ...

ইতিউতি যা কিছু অলঙ্কার, পড়ে পাওয়া কড়ি,
এমনকি বিষ্ঠাও কুড়োতে
গ্রীবা দীর্ঘ থেকে, উৎসব শেষ হলে,
দীর্ঘতর হয়, ভিখিরি যুবতীর


My Blogger Tricks

1 comment:

  1. উৎসব লা জবাব। খনিও খন্ডন করলো শতাব্দীর রান্নাঘর ..

    ReplyDelete