• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, January 15, 2016

বিশ্বরূপ দে সরকার

রিভিউ

এক পশলা জ্যোৎস্না রাত্রিকে বাজিয়ে তুলছে
আকাশ গান হচ্ছে, চোখের নিচের খানিকটা টলমল
হাঁসের ডানায় জলের মতো পরিবাহিত এবং অসহায়
৫৩টা বর্ষাকাল নিয়ে বাবার ব্যর্থতা বাড়ি ফিরছে
তখনও পার্শ্বডাঙ্গা পুকুরের কচুরিপানারা বামফ্রন্ট হয়নি
আর আমার ইয়েটাও তখন ছোট
রাস্তায় পা রাখার মতো একটাও গোধূলি নেই
কান্নাকাটি বারণ, কিচিরমিচির বারণ, ছোট বড় অফার বারণ
রাগ- দুঃখ- প্রতিক্রিয়া-পরিত্যাগ-অতিক্রম সব
কুয়াশা ব্যথিত স্পর্ধা , জাঙ্গিয়া এবং হরমোন সামলাচ্ছি একা
ডেকে ওঠা তত্ত্বসন্দেহ প্রবণ আয়না, স্বার্থ ও সোমবার
ক্রমশ রোগা এক শিল্পের সত্যিগুলি বাবাকে
যুগপৎ আমাকে শ্রাবণ করেছিল
ধরা যাক মেনশেভিক গন্ধে শান্ত দুপুর বিবৃত ও ফুটে উঠেছিল...


পরিবাহিত


অক্ষরেরা আমাকে ফুঁ দিয়েছিল,  দুঃখ মেশানো
ব্যর্থতার লাবণ্যে সেসব আন্তরিক পরাজয়
পুবদিকের সাঁকোর ওপর কুয়াশার মতো এক কোণে
দরিদ্র ম্লান সব অক্ষরেরা,  হিমলাগা দীর্ঘ রোদের
হলুদ মাখা,  রাগ ঘৃণা টপকানো,  সেইসব অক্ষর
অসুখের বাঁদিকে আস্তে ঘুমিয়ে পড়া... সংশ্লিষ্ট আত্মার ভেতর
সেইসব স্নায়ু খুলে রাখা বানানহেমন্তের উদাসীন
সন্ধ্যার ছেঁড়া খোঁড়া,  গ্রামীণ নিমগাছের অভিধান
সেইসব উর্দি পরা তরঙ্গ হয়তো তখনও পেয়েছিল দৈর্ঘ্য ও প্রস্থ...
বিজলীপ্রভা ধুলো শেখাতে চাইছিলাম ঢলঢলে ব্যাখ্যার স্মৃতি
আর ভিন্ন বেদনা নড়াচড়া করতে করতে জ্যোৎস্না পড়েছিল
এক হাজার বছরের সাদার ওপর পড়ামাত্রই চমকে উঠেছিল ধ্বনির ঈশ্বর
জল ও আগুনের মাংস গাছে গাছে
কম কথা নয় সেইসব সেমিকোলনের ইলেকট্রন...




My Blogger Tricks

11 comments:

  1. ৫৩টা বর্ষায় একার হরমোন সামলানোর পর বেজে উঠছে ডেকে ওঠার তত্ত্ব। উফ্, এটা পোষ্টমর্টেম না রিভিউ, দারুণ

    ReplyDelete
  2. কবিতা দুটি ভাষাহীন করে......
    অসাধারন !!!!

    ReplyDelete
  3. কচুরিপানার বামফ্রন্ট না হয়ে ওঠা, ইয়েটা তখনো ছোটো , জাঙ্গিয়া ও হরমোন সামলানো , ডেকে ওঠা তত্ত্ব , রোগা এক শিল্পের যুগপৎ শ্রাবণ করার ব্যাপারগুলি অসাধারণ , ভাবায় !!

    ReplyDelete
  4. খুব ভাল লাগল

    ReplyDelete
  5. খুব ভাল লাগল

    ReplyDelete
  6. বেশ ভাল লাগা জানালাম--

    ReplyDelete
  7. অসাধারণ দুটি কবিতা পড়লাম । কবিকে আন্তরিক শুভেচ্ছা ।

    ReplyDelete