• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, January 15, 2016

পলাশ দে

খেলা


জিভ হারায় না এই অন্ধ হয়ে যাচ্ছে
দাঁত টের পাচ্ছে হাসি আর ডুবে যাওয়া
জলের চিহ্নে ম্যাপ বসাতে বসাতে
তুমি যাও, ভয় পাও, দরদাম করো

আরে সহ্য একটা ওষুধের নাম
হতেই পারে, চেকপোস্ট অথবা একাসাফারি

সংশোধন করো
না, করো, না ডাস্টার ন্যাতা জিভ

আবার তুমি সেই দাঁতের খেলায় হাঁটছো!


ঋতু

দরজা একটা রাস্তার ভেতরে ঢুকে
গ্রুপফটো ভেঙে ফেলছে

আপনি হও তুমি হও প্লিজ তুই
ঋতু প্রবাহিত...দিক এবার নির্দেশ

কেউ চাইছে না রাস্তা অপমানিত হোক
অ্যাক্সিডেন্টের পাশে পাশে ঘুমে নেই ড্রাইভার

হাঁপর টানছে রক্তের ডাক
তাকানোর প্রয়োজন নেই,ডাকো

রেশনকার্ডে কতটুকু ফোঁটা, বিন্দু, পারহেড

প্রয়োজন নেই দ্যাখার


দেশী

এই যে এক দেশী হাওয়ায় ফেটে যাচ্ছি
ল্যাংটা ছেলে দৌড়ে যাচ্ছে নাকি মুনিঋষি

দেহ বলতে ইচ্ছে করছে শরীরকে
আর এমন পাখি পাখি কান্না
মর্ষ করো আমাকে,করো রজঃস্বলা

বাঁচতে এসে এই যে গুনাহ
চোখের পাতা এতবার বন্ধ করে খুলতে হচ্ছে

তোমাকেই তো খুলতে পারছি না

কি করি কি ধরি কীই বা ভাল্লুকনাচ

মাটি রান্না করেই যাই, যাই


বিয়ে


মাংস অস্হির এক হাতেখড়ির জন্য
তুমি স্পর্শ আর কবুল করবে এরপর

নবান্নের খেয়াল রাখছে না খিদে, তবু,
এমন কী পর্দা ওঠার আগেই হাঁপাচ্ছে...থার্মোমিটার

তোমাকে ছিঁড়ে আর সেলাই করে চলে যাবে
আর জন্মেই যাচ্ছে রক্তক্ষরণের মিটিং

কিছু সিঁড়ি লুঠ হয়েই যায়
ছাদের সঙ্গে বিয়ে করবে বলে





My Blogger Tricks

4 comments:

  1. Bah bah ...
    kichhu kobitamuhurto luth hoye Jay
    polashda likhbe bole ....😊😊

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. বিয়ে কবিতাটি অসম্ভব ভালো লাগলো। শুভেচ্ছা কবিকে।

    ReplyDelete