• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, January 15, 2016

রত্নদীপা দে ঘোষ

পাখিদের পাখিরা


উড়ছে
হাসি
নেভাতে চেও না
এই বৃষ্টি সেই মেঘ
পুরনো হয় না
উড়ছে
কান্না
মাপতে চেও না
পাখিদের কুয়াশা হয়
শীতকাল শোনা যায় না


পাখি
আশ্চর্য একটি মেয়ে
পুরনো একটা ডিসটেম্পার লিখতে লিখতে
রঙহীন হয়ে যাচ্ছে
এমনকি
তার জেন্ডারটিও
প্রায় ফেরারি


পাখিদের সান
পাখিরাই সানশাইন
ভর সন্ধে
রাত যত বেশি
পাখিদের রোদ গ্লো করে
টুনিবাল্বের নাচ শুরু
একটু পরে


পাখিগাছের যে ফল
তার রিদমটি আসলে ব্রিজ
ব্রিজটি ভীষণ মৌসুমি
আমি তাকে চেয়েছিলাম
জানোই তো
আমার ভেতরে জলের খুব অভাব
ব্রিজটির কাছে
একটি ফলন্ত নদী চেয়েছিলাম


দুটি ভিন্ন প্রজাতির পাখি
আমাদের ছাপোষা বিবাহটিকে
বিয়ে করছে
শুধরে নিচ্ছে
আমাদের ভুল



ছলছল
কলকল
এই শব্দটুকুই
পাখিকে
মানুষ হওয়া থেকে বাঁচায়


পাখির রূপ বেশি হলে
রাজকন্যা সে
গায়ে কড়িয়াল
চওড়া চক্রবাল
রুনুঝুনু পায়েল
পৃথিবী পালকিওয়ালা
দুলকিচালের চাঁদ
উধাও পাখিসমাজের
রাজধানী


পাখি হোক
তুমুল পাখি হোক আগে
তারপর না হয়
পরিচয় হবে
আলাপ থেকে গড়াবে বন্ধুতা
বন্ধুতা থেকে প্রেম
পাখিদের আশে পাশে থাকা
সবার জন্যেই একদিন
বাধ্যতামূলক হবে


জলে থাকে মাছ সাঁতার চেনে না
গাছে থাকে আকাশ সবুজ চেনে না
নিরো থাকে বেহালায় ছড় চেনে না
আমার দারুণ লাগে
যখন কেউ কাউকে চেনে না
আমিও আমাকে
পাখিও আমাকে
আমিও পাখিকে

১০

হ্যাঁ ভিজবো
পাখির সাথে পাল্লা দিয়ে
তার পর
ভারি বৃষ্টি
হাল্কা নোটেশন
মেঘের জাহানারা

১১
দুটি পাখি দিয়ে তৈরি একটি ঘর
ঘরটি বিন্দাস
ঢুকে পড়লো মানুষের ভেতর
একটি ঘড়ি থেমে রইল
খাঁচার ভাড়াবাড়িতে

১২

পাখি নেই বলে আমি ফিরে যাচ্ছি
পাখি নেই বলে তুমি ফিরে আসছ
এই আসা এবং যাওয়ার মাঝখানে
কিছু পাখি অ্যাসিড অ্যাটাকে
ঝুলে আছে

১৩

দেবতারা সরে গেছে
আর ঈশ্বরবিদ মানুষ
পাথুরে নির্মাণ বাঁচাতে বাঁচাতে
মরে গেছে
এই মরে যাওয়া পাথরটি আসলে
পাখিদের তীর্থস্থান

১৪

যদি না পাখিদের মত কেউ আসে
পুড়িয়ে দ্যায় কিছু কাকতালীয়
ততদিনই
খড়ের কাঠামো
আমি আর আমাদের
নিকাহ প্রস্তাব

১৫

আমার প্রশ্ন একটাই
মানুষ কী করে পাখি থেকে বিচ্ছিন্ন হল
পাখির প্রশ্ন একটাই
বিচ্ছিন্নতাবাদী পাখিরা কী কোরে মানুষ

১৬

মানুষের চোখে
কোথাও না কোথাও পাখি
চোখের পালক জানে
কী কোরে
পলকের পা
ম্যাপের গা
মেপে
চলতে হয় সাবধানে

১৭

তোমার কবিতায় কোন পাখি নেই
সেই নয় দশকের পর
তুমি কোন পাখির ভেতরেই থাকোনি
পাখিরাই বরং
তোমাকে দেখে
লেখা করে
দাঁত নখ দিয়ে
শিশির খোঁটে
তোমার বেঁটে বেঁটে উপন্যাস খায়

১৮

তুমি আসছ না
কোনদিনই আসছ না
আমার শহরে
আমি আঁকছি
ঘাম মুছে দিচ্ছে একটা পাখি
ঘামটার টিস্যু টের পাচ্ছি না

১৯

পাখিরা নিচু থাকতে পারে না
মাথা তুলে বাঁচতে চায়
হে শিকারি
ট্রিগার চেপে ছুটে আসো
ডারউইনে ফিরছে
ফিরবেই পাখিরা

২০
সে তুমি যতই ডানা ঝাপটাও



My Blogger Tricks

3 comments:

  1. চক্রবৃদ্ধি ভালোলাগা চক্রবৎ ঘোরে।

    ReplyDelete
  2. এ পাখি কি যে পাখি জানে কি পাখিজনে
    সজনী আমি পাখি মরেছি পাখিয়নে !!

    ReplyDelete
  3. পাখির সাথে উজার মনের কথায় সমৃদ্ধ সবকটি কবিতা। কোন কোন কবিতা বড় বেশী মন ছোঁয়া--

    ReplyDelete