• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

Friday, January 15, 2016

অ আ এবং অন্যান্য কবিতা

পাঠ প্রতিক্রিয়া
শান্তনু বেজ

এই হাফ পৌষের যাপন যন্ত্রণায় পাশ ফেরার আগেই একটা বই হাতে এসে বসলো। "অ আ এবং অন্যান্য কবিতা "---- রানা বসু-র প্রথম কাব্যগ্রন্থ। "বাক্ প্রকাশনী " থেকে প্রকাশিত। সুতরাং, পৃষ্ঠা আমাকে উল্টিয়ে নিতে থাকলো। একটা অটোরিক্সা  চলতে শুরু করে। বাড়ি যাওয়া এবং কারুর অপেক্ষা ছাড়াই সে আরেকটি "প্রার্থিত আগুন " নিয়ে নেমে পড়ে আবছায়া অন্ধকার কোন সরনীতে। তারপর, মৃত্যু-কে "পৈতৃক " জেনে "বিষবৃক্ষ "-এর তলায় বেড়ে ওঠার জন্ম। মাঝেমধ্যেই ঢুকে পড়ে (ঘাঁটা) বিছানা, মশারি, মশা-মাছির সকালে। দুপুরের "পিঠ চুলকোয় " একটা আলাদা কন্ঠস্বর জুড়ে দেয় শূন্য পায়চারীতে। তারপর "কত পাখি উড়িয়ে দিয়ে " সন্ধ্যা ডেকে আনে সময়। ক্রমশই, রাত নিজস্ব হয়ে ওঠে" রিষার সোনামুখ "-এ। কিন্তু, সেখানে "ব্লু-ফিল্ম"-এর উপস্থিতিতেও হৃদপিণ্ডে আবেগ জুড়ে হৃদয় নিয়ে বসে থাকে "জঙ্ঘার গা ঘেঁষে ফুটে ওঠা রাস্তায় "।
কবি শীতকাল নিয়ে ঘুরেছে "ডাম্পারের ড্রাইভার " থেকে "সোনালী স্বপ্নের হাইহিল " পর্যন্ত। এক মধ্যবিত্তহীন, শ্রেণীমুক্ত ঋতু ভ্রমণ।
কখনো, দাঁড়িয়ে পড়েছে স্থির জলের কাছে "বেপরোয়া " মাপতে। সবশেষে, চমকে গেছি "কাউকে বোলো না তুমি একা " লাইনে এসে।

হুমমমম, আমার আকস্মিকতাতেই আনন্দ আসে। আসলে কবিতার সঙ্গে মুখোমুখিটাই কিছু এরকম। তাই, গোটা বই জুড়ে বেশ ঠোক্কর খেয়ে পায়চারী করেছি। যে ঠোক্করে পরিযায়ী ঠোঁট ছিল।  সব কবিতাই  ভালো লাগবে না। লাগা উচিতও নয়। তবুও এটা আমার একটা ভালোলাগার  কাব্যগ্রন্থ।

কাব্যগ্রন্থ। অনেক গুলো কবিতার শরীর জুড়ে একটা আস্ত "গ্রাম ",যারা প্রত্যেকে আত্মায় স্বতন্ত্র কিন্তু পারস্পরিক মেলবন্ধনে অচ্যুত। সেই দিক থেকে এই বই বেশ সমার্থক। আমি পাঠক -মন নিয়েই কিছু ভালো-মন্দ পেতে  চাই। না,  কোন বিদগ্ধ বুদ্ধির ভিত্তি নেই আমার কথায়,  আমার বেশ ভালোলাগায়...

 আসলে, আমাদের প্রত্যেকেরই একটা নিজস্ব " দৈনন্দিন জীবন যাপন " থাকে। কবি ঠিক এই "দৈনন্দিন ", "জীবন ", "যাপন "--- শব্দেগুলোর  এক রৈখিক উচ্চারণে না থেমে চলে গ্যাছে তাদের মধ্যবর্তী শূন্যস্থানে। একটা নিপুণ মননের খনন কার্যক্রম নিয়ে। প্রতিটি কবিতায় যাপনের স্বাভাবিকত্বের মধ্যেই ফসকানো কিছু কথার একটা চেনা আলাপন এনে দেয়। কল্পনাকে নিয়ে বেশি মাতামাতি নেই। নেই ভারী শব্দের ভর্তুকি। বেশ, সাবলীলভাবে বলা হয়েছে যা বলতে চেয়েছে। ভান নেই বেশী। তবে, বেশিরভাগ কবিতাই ছোট কবিতা বলা চলে। যেটা একটু কম প্রাপ্তি আমার কাছে। তার মানে, এই নয় কবিতা গুলো বাড়ানো যেত। আসলে, এটা আমার ইচ্ছা।

যাইহোক, বইটি পড়লে একটু সংক্রমণ হতে হয়। রোগের নাম "ফিরে দেখো পায়ের চিহ্ন "। ভাবছেন, বেশ বিজ্ঞাপন সুলভ শব্দ সাজিয়ে দিলাম। ঠিকই, এটা ঐ ছদ্ম-বিজ্ঞাপন জাতীয় বলতে পারেন। তবে এটা আমার একান্ত পাঠ প্রতিক্রিয়া। সমার্থক শব্দ ছাড়াই ...


My Blogger Tricks

1 comment:

  1. এর থেকে ভালো কিছু আর কী লেখা যাবে ! ঠিকই হয়েছে । কবিতা তো সর্বদা অধরাই । এই অধরাকে ধারণ করেই জীবন বেগের বিনুনি । কবিকে শুভেচ্ছা জানাই ।

    ReplyDelete